ই-পেপার | রবিবার , ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
×

‘বঙ্গবন্ধুকে স্বপরিবারে ঘাতকরা হত্যা করলেও তার আদর্শ হত্যা করতে পারেনি’

সিটিজি ভয়েস টিভি ডেস্কঃ

 

ঘাতকচক্র ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শ হত্যা করতে পারেনি। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে তার কন্যা শেখ হাসিনা এ দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সাজিয়েছেন।শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বঙ্গবন্ধুর খুনিদের বাংলাদেশে এনে তাদের বিচার করতে হবে।

২৭ আগস্ট দুপুরে উপজেলা সদর বটতলী মোটরস্টেশনের সিটিজেন পার্ক কমিউনিটি সেন্টারে লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা, দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জুবায়ের।

লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা রিদুয়ানুল হক সুজনের সভাপতিত্বে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও সিনিয়র সহসভাপতি আকতার হোসেন ফরিদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি এমএ মোতালেব সিআইপি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক উপ- দপ্তর সম্পাদক ও বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মোহাম্মদুল হক, বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য সুরাইয়া খানম লিলি, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু, পদুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনর রশিদ, যুবলীগ নেতা শাহিদুল কবির সেলিম, লোহাগাড়া উপজেলা তাঁতী লীগের সভাপতি মো. নাছির উদ্দিন, বাংলাদেশ ছাত্রলীগের উপ-মাদরাসা, শিক্ষাবিষয়ক সম্পাদক হামিম হোসাইন রবিন ও লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ।

সভায় লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাসেম মিয়া, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মুহাম্মদ সম্পাদক নাজমুল হাসান মিন্টু, আধুনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরুল কবির বদ, সাধারণ সম্পাদক আলী আহমদ, চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আছহাব উদ্দিনসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট