ই-পেপার | শুক্রবার , ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
×

ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন লোহাগাড়ার এ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"effects":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সিটিজি ভয়েস টিভি ডেস্ক:

বাংলাদেশ সুপ্রীম কোর্টের ৬৬ জন আইনজীবী-কে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি-জেনারেল পদে নিয়োগ প্রদান করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ।

বুধবার ২৮ আগষ্ট আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ সলিসিটর অনুবিভাগ (জিপি/পিপি শাখা) নং-০৬/সলিসিটর/২০২৪-১১২ স্মারকের প্রজ্ঞাপনের অনুবলে অ্যাটর্নি-জেনারেল পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে অত্র মন্ত্রণালয়ের গত ১৩/০৮/২০২৪ তারিখের ০৬/সলিসিটর/২০২৪-১০২ নং স্মারকে নিয়োগপ্রাপ্ত ০৯ (নয়) জন ডেপুটি অ্যাটর্নি-জেনারেল ব্যতীত পূর্বে নিয়োগপ্রাপ্ত সকল ডেপুটি অ্যাটর্নি- জেনারেল-এর নিয়োগ আদেশ বাতিলপূর্বক মহামান্য রাষ্ট্রপতি The Bangladesh Law Officers Order, 1972 (P.O.No. 6 of 1972) এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রীম কোর্টের নিম্নবর্ণিত ৬৬ (ছেষট্টি) জন আইনজীবী-কে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি-জেনারেল পদে নিয়োগ প্রদান করিলেন।

নিয়োগপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল তালিকায় ৬৪ নাম্বারে রয়েছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কৃতি সন্তান লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান।

এ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান উপজেলার চুনতি ইউনিয়নের চুনতি ডেপুটি বাড়ির এডভোকেট হেমায়ত উল্লাহ খান এর পুত্র।

তিনি চুনতি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি,  চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি, সাতকানিয়া সরকারি কলেজ থেকে (কমার্স)   ডিগ্রি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমকম এবং চট্টগ্রাম আইন কলেজ থেকে এলএলবি পাশ করেন। ১৯৯৭ সালের ১লা ফেব্রুয়ারী তিনি আইনজীবী হিসেবে হাইকোর্ট বিভাগে তালিকাভুক্ত হন।

তিনি চুনতি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি,  চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি, সাতকানিয়া সরকারি কলেজ থেকে (কমার্স)   ডিগ্রি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমকম এবং চট্টগ্রাম আইন কলেজ থেকে এলএলবি পাশ করেন। ১৯৯৭ সালের ১লা ফেব্রুয়ারী তিনি আইনজীবী হিসেবে হাইকোর্ট বিভাগে তালিকাভুক্ত হন।

এ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান ইমাম গাজ্জালী কলেজ এর সাবেক লেকচারার হিসেবে এবং সাবেক এসিস্ট্যান্ট এটর্নি জেনারেল হিসেবে কর্মরত ছিলেন।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট